বিশ্বের ১৪ দেশ-অঞ্চলে সুনামি সতর্কতা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ঝুঁকিতে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশ ও এলাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশ্বের অন্তত ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।
সতর্কতার আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো:
রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই (যুক্তরাষ্ট্র), গুয়াম, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র), আলাস্কা (যুক্তরাষ্ট্র), ওরেগন (যুক্তরাষ্ট্র), ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), ব্রিটিশ কলাম্বিয়া (কানাডা), মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতু।
উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া ভূমিকম্পের পর ঢেউয়ের উচ্চতা ৪ মিটার (প্রায় ১৩ ফুট) ছাড়িয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। এদিকে পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, “উপকূলীয় এলাকায় অবস্থানরত নাগরিকদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে হবে। শক্তিশালী কম্পন, অস্বাভাবিক জোয়ার বা সমুদ্রস্রোত দেখলে আর দেরি না করে নিরাপদ আশ্রয়ে চলে যান।”
প্রস্তুতির আহ্বান
আবহাওয়া সংস্থাগুলো সাধারণ জনগণকে খাবার, পানি, ওষুধ ও জরুরি কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে। উপকূলীয় এলাকা, সমুদ্রসৈকত এবং নদীতীরবর্তী অঞ্চল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এড়িয়ে চলতে বলা হয়েছে।
এ ভূমিকম্পকে ১৯০০ সালের পর থেকে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)।