জুলাই ঘোষণা রাজনৈতিক অচলাবস্থা কাটাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এ প্রক্রিয়া গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণা ও জুলাই ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
ফখরুল বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করি না।"
তিনি আরও বলেন, “গোটা জাতি মনে করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনই এখন একমাত্র পথ। এটাই বর্তমান সংকট থেকে উত্তরণের উপায়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা হতাশ হয়েছে, তারা সারাজীবনই হতাশ থাকে। আমরা আশা করবো তারা এখন পজিটিভ মনোভাব নিয়ে জাতীয় ও গণতান্ত্রিক উত্তরণের পথে এগোবে।”
প্রধান উপদেষ্টার বিষয়ে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, "ড. ইউনূস এখন পর্যন্ত যা করেছেন, তাতে বিশ্বাস রাখার মতো জায়গা আছে যে, তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে এমন কিছু করবেন না, যেটা প্রশ্নবিদ্ধ হবে।"