বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ১২ জুলাই ২০২৫

সোহাগ হত্যা: চার বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

সোহাগ হত্যা: চার বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
ছবি: সংগৃহীত

মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চার নেতাকে আজীবন বহিষ্কার করেছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে সংগঠনগুলোর পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুরান ঢাকার আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনগুলো এ সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী পিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি, চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এক যৌথ বিবৃতিতে অপু দাসের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনটি সংগঠনের বিজ্ঞপ্তিতেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।