দেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের কর্মসূচি ঘোষণা
সরকারের নির্লিপ্ততার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর এ কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশগ্রহণ করবে। একই দিন সারাদেশের জেলা ও মহানগরেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।