চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুজন আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটককৃত দুই জন হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেন যে, সহযোগী সোহাগের সঙ্গে মিলে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যাবসা করছিল। এছাড়া নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহার করতেন তারা।