শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১৮:১৫, ১১ জুলাই ২০২৫

যুবদল নেতাকর্মীদের পাথর মেরে ব্যবসায়ী হত্যার ভিডিও ভাইরাল

যুবদল নেতাকর্মীদের পাথর মেরে ব্যবসায়ী হত্যার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ঢাকার চকবাজার এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ যুবদল নেতা পরিচয়ধারী মঈন ও জনি নামের দুজনকে আটক করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করছিলেন।

সোহাগের বন্ধু মামুন জানান, গত কয়েক মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু সোহাগ তা দিতে অস্বীকৃতি জানালে সম্প্রতি হুমকি দেওয়া হয় তাকে। বুধবার সন্ধ্যায় সুযোগ বুঝে মঈনসহ ৪-৫ জন সোহাগকে আক্রমণ করে। তারা প্রথমে তার পরনের কাপড় খুলে ফেলে, এরপর মাথায় পাথর দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থলেই সোহাগ প্রাণ হারান।

হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি সোহাগের ওপর বর্বরতা চালাচ্ছে। ঘটনার সময় উপস্থিত লোকজন ভয় ও আতঙ্কে এগিয়ে আসেনি। স্থানীয়রা জানান, অভিযুক্ত মঈন চকবাজার থানার যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী এবং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, প্রভাব বিস্তার ও বিভিন্ন অনিয়মে জড়িত বলে অভিযোগ রয়েছে।

লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি জানান, মঈন যুবদলের একজন সক্রিয় কর্মী হলেও তিনি বিশ্বাস করেন না মঈন এ ধরনের নৃশংস কাজ করতে পারেন। তবে দলীয়ভাবে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: যুগান্তর