রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুনের ঘটনায় গ্রেফতার ২
রাজধানীর মিরপুরে চাঁদা না দেয়ায় চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূল হোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুরের সেনপাড়া থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে।