শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১২:২২, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে  

ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই নৃশংস হত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক সময়ে এই কর্মসূচি পালন করবেন।

বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীতে যে সব এলাকায় কর্মসূচি পালিত হবে তার মধ্যে রয়েছে রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস, আশুলিয়ার খাগান, মিরপুর-১০ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বর।

শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ জানিয়েছে, রাজধানীর বাইরে চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বিকেল ৩টায় এবং সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভের সময়সূচি অনুযায়ী, আইইউবি ও এনএসইউ শিক্ষার্থীরা সকাল ১১টা ৩০ মিনিটে, ব্র্যাক ও নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটে, সাউথইস্ট, উত্তরা এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুপুর ১টায় এবং মিরপুর-১০-এ বিকেল ৪টায় কর্মসূচি পালন করবেন।