শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৩:২৭, ১৬ জুলাই ২০২৫

পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণে বোনের পর না ফেরার দেশে দুই মৃত্যু

পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণে বোনের পর না ফেরার দেশে দুই মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ দুই ভাই ১৪ বছরের মো. রোকন ও ২২ বছরের মো. তামিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই পরিবারের প্রাণহানির সংখ্যা দাঁড়াল তিনজনে।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা পর সকাল সোয়া ৮টার দিকে মারা যান তামিম।

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে মারা যায় তাদের একমাত্র বোন এক বছরের শিশু আয়েশা।

প্রতিবেশী জাকির হোসেন জানান, সূত্রাপুরের কাগজিটোলার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজের কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

তিনি আরও জানান, কিছুদিন আগে পরিবারটি বাসাটি ভাড়া নেয়। রাতে সবাই ঘুমিয়ে ছিল, তখনই হঠাৎ বিস্ফোরণের শব্দে তারা জেগে ওঠেন। পরিবারের প্রধান রিপন পেশায় একজন ভ্যানচালক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রোকনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। তামিমের শরীরে ছিল ৪২ শতাংশ পোড়া। তাদের আগেই মারা যায় ১ বছরের আয়েশা। বর্তমানে বাবা রিপন ৬০ শতাংশ ও মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে সবাই ঘুমিয়ে থাকার সময় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের পাঁচজনই দগ্ধ হন এবং সবাইকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।