রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আগুন

আগুন

শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। শুরুতে বিমান বাহিনীর দুটি ইউনিটসহ সিভিল এভিয়েশন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান, পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দেয়।