শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক
সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি জানান, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। সেই অংশে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া আগুন নেভাতে মাঠে রয়েছে নৌবাহিনীর সদস্যরাও।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার ইউনিট, বিমান বাহিনীর ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।
বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন জানান, পার্কিং স্ট্যান্ড ১৪–এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ‘সব বিমান নিরাপদে আছে এ ব্যাপারে আমরা নিশ্চিত।’



























