রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৪৩, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৭, ১২ নভেম্বর ২০২৫

ঢাকায় আবারও বাসে আগুন

ঢাকায় আবারও বাসে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুরে পার্ক করা অবস্থায় থাকা মালঞ্চ পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস স্টেশন কাছেই থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় কেউ আহত হয়নি।”

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাতে ও সোমবার ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায়ও কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, রায়েরবাগে রাজধানী পরিবহন, যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন ও উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। প্রতিটি ঘটনাতেই বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নেভান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ