শাহজালাল বিমানবন্দরের আগুনে তীব্রতা বাড়ছে, দমকল কর্মীসহ আহত বেশ কয়েকজন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে বিজিবির দুই প্লাটুন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
আগুন লাগার ঘটনাটি ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। শুরুতে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একের পর এক ইউনিট যোগ দিতে থাকে, বর্তমানে ৩৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী এবং বিজিবির সদস্যরাও মাঠে রয়েছে। আগুনের তীব্রতা বাড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বিকল্প রুটে গিয়ে সিলেটে অবতরণ করেছে। এছাড়া চট্টগ্রাম ও কলকাতায়ও ঢাকাগামী একাধিক ফ্লাইট নামানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেখা গেছে, কর্মীরা টেনে টেনে বিমানগুলো আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নিচ্ছেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমান ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম আরও জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এলাকায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে ধীরে ধীরে ৩৬টি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।



























