রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৫৯, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:০৪, ৩ অক্টোবর ২০২৫

চাঁদার দাবিতে মিরপুরে গুলি ছুড়ে বাসে আগুন!

চাঁদার দাবিতে মিরপুরে গুলি ছুড়ে বাসে আগুন!
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।

বাসের চালক জানান, সেনপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হাত ইশারায় বাস থামাতে বলে। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কিত যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যান।

তিনি আরও জানান, এরপর দুর্বৃত্তরা বাসের সামনে গুলি ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদা দাবির জেরে তাদের স্টাফদের মারধর করেছিল। সাম্প্রতিক এ ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে তারা দাবি করছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ