বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৬:২২, ১৩ জুলাই ২০২৫

দেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের কর্মসূচি ঘোষণা

দেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

সরকারের নির্লিপ্ততার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর এ কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশগ্রহণ করবে। একই দিন সারাদেশের জেলা ও মহানগরেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কর্মসূচি কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে সফলভাবে কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তারা গোপন তৎপরতায় পরিচালিত মব সৃষ্টি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং দেশের আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে। একই দিনে সারাদেশের জেলা ও মহানগরগুলোতেও মিছিল অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, দেশে রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামো পরিবর্তন করে দ্রুত নির্বাচন করা প্রয়োজন, কারণ গণতন্ত্রের বিকল্প নেই। তার মতে, নির্বাচন না থাকায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে জনগণের সমর্থন নেই। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার গড়ে উঠে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ হবেন।