বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৬ জুলাই ২০২৫

নবাবগঞ্জে যুবদল নেতার লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

নবাবগঞ্জে যুবদল নেতার লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ধইঞ্চা ক্ষেত থেকে আমজাদ হোসেন (৫২) নামে এক সাবেক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। 

রোববার (৬ জুলাই) ভোরে তার বসতবাড়ির প্রায় একশ গজ দূরের রাস্তার পাশে একটি ধইঞ্চা ক্ষেতের পাশ থেকে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত আমজাদ হোসেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৃধাকান্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, আমজাদের বিরুদ্ধে একটি অর্থনৈতিক মামলায় আদালতের রায়ে এক বছরের কারাদণ্ড হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়া রাজনৈতিক ও জমিজমা সংক্রান্ত আরও অন্তত ২৭টি মামলা রয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা।

নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে যায়। তবে তাকে না পেয়ে পুলিশ চলে যায়। পরিবারের দাবি, পুলিশ চলে যাওয়ার পর আমজাদ নামাজ পড়তে মসজিদে যান বলে ধারণা করা হচ্ছে। পরে ভোর ৫টার দিকে স্থানীয় মুসল্লিরা ধইঞ্চা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।