শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১০ জুলাই ২০২৫

আপডেট: ২০:২৫, ১০ জুলাই ২০২৫

ভারতকে বিপদে ফেলতে তামা ওপর শুল্ক আরোপ ট্রাম্পের!

ভারতকে বিপদে ফেলতে তামা ওপর শুল্ক আরোপ ট্রাম্পের!

১ আগস্ট থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তামা আমদানির ওপর। একই সঙ্গে ব্রাজিল থেকে আমদানির ওপরও ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমেরিকার বাণিজ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তার ২৩২ নম্বর ধারায় চলছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৪-২৫ সালে ভারত বিশ্বের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের তামা ও তামাজাত দ্রব্য রপ্তানি করেছে, যার মধ্যে মাত্র আমেরিকাতে রপ্তানি হয়েছে ৩৬০ মিলিয়ন ডলারের মতো। তাই ট্রাম্পের শুল্ক আরোপ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

এছাড়া ওষুধের ওপরও ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর কথা জানানো হয়েছে, যা ভারতের ওষুধ বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ ভারতের সঙ্গে আমেরিকার ওষুধ বাণিজ্য ব্যাপক।