চট্টগ্রাম বন্দরে ৩০ শতাংশ ট্যারিফ বাড়াল সরকার!
আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘১৯৮৬ সালের পর এই প্রথমবার বন্দরের ট্যারিফ বাড়ানো হলো। আন্তঃমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, তবে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানির খরচও বাড়বে।’