বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

শুল্ক

শুল্ক

সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করেন: মোদিকে কেজরিওয়াল

সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করেন: মোদিকে কেজরিওয়াল

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই বিরোধীরা মোদি সরকারের সমালোচনায় মুখর। এই প্রেক্ষাপটে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রবিবার রাজকোটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাহস থাকলে মোদি যেন মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করেন। খবর পিটিআই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর জরুরি শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থা কাটাতে দিল্লি ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে, গত মে মাসে ভারত নিয়োগ দেওয়া ফার্মটির নাম এসএইচডব্লিউ পার্টনার্স। এক বছরের জন্য এই চুক্তির আওতায় দিল্লি ফার্মটিকে ১৮ লাখ ডলার পরিশোধ করেছে।