শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১১ জুলাই ২০২৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় অগ্রগতি 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় অগ্রগতি 

চলমান শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের প্রতিনিধিরা বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্য প্রবাহ নিয়ে আলোচনা করেন। যুক্তিতর্ক শেষে বেশ কিছু বিষয়ে মোটামুটি ঐকমত্যে পৌঁছেছে উভয় পক্ষ, যদিও কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের আলোচনা শেষে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হয়।

দ্বিতীয় দিনের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের একান্ত বৈঠক যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা। বৈঠকে শুল্ক ছাড়াও দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সার্বিক অবস্থান তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ কেবল যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর নির্ভরশীল নয়, বরং আমদানির দিকেও মনোযোগ দিচ্ছে। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। শুল্ক বিষয়ে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে এবং চায় যাতে প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকে। গ্রিয়ার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।