চীনকে শুল্ক নিয়ে ট্রাম্পের কঠোর বার্তা

ভারতের পরে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়ে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, একটি পণ্যের কেনাবেচার উপর অনেকাংশে নির্ভর করে আছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্ক। চীনও রাশিয়া থেকে তেল আমদানি করে থাকে।
সোমবার (১১ আগস্ট) সকালে ট্রাম্প লেখেন, ‘চীন সয়াবিনের অভাব নিয়ে চিন্তিত। তবে আমাদের চাষিরা খুব ভাল সয়াবিন উৎপাদন করেন। আশা করব, চীন দ্রুত সয়াবিনের অর্ডার চার গুণ বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওদের বাণিজ্যঘাটতি পূরণের এটাই অন্যতম উপায় হতে পারে।’ খবর আনন্দ বাজার।
এদিকে মঙ্গলবারই শেষ হচ্ছে বেইজিং-ওয়াশিনটংয়ের শুল্ক নিয়ে যুদ্ধ বিরতি। আর এ থেকে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্প চীনের ওপর শীঘ্রই চড়া হারে শুল্ক আরোপ করতে পারেন। এর আগে তিনি বলেছিলেন, ভারতের মতো চীনের উপর শুল্ক আরোপ করা হলেও হতে পারে। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, এখনো এই বিষয়ে সিদ্ধান্তে আসেনি ট্রাম্পের পক্ষ থেকে। কারণ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কটা একটু জটিল।
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল ও সামরিক অস্ত্র কেনার জন্য যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। দাবি করা হয় রাশিয়া ভারতের তেলের টাকাতেই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। নয়াদিল্লি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলে দাম এবং জাতীয় স্বার্থের কথা চিন্তা করেই মস্কো থেকে তেল আমদানি করছে।