বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ১৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আলোচনা আগামী সপ্তাহে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আলোচনা আগামী সপ্তাহে: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার তৃতীয় পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আরও একটি আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তৃতীয় দফা আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেই বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হবে।

সোমবার (১৪ জুলাই) দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা আশা করি যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে এবং বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে।”

গত ১১ জুলাই ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় পর্যায়ের শুল্ক আলোচনা শেষ হয়। তবে উপদেষ্টা জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকায় আলোচনার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘এই শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বড় অভিঘাত। তাই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।’ তিনি জানান, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরকার এখন আলোচনার জন্য প্রস্তুত।

ব্যবসায়ী মহল থেকেও সরকারের প্রচেষ্টার প্রশংসা এসেছে। বিকেএমইএ সভাপতি মো. হাতেম বলেন, “যা আলোচনা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। সরকার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে।”

উল্লেখ্য, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে, যা পরবর্তী সময়ে ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়। এরপর ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

এ পরিস্থিতিতে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির চেষ্টা করছে। এজন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ইউএসটিআই-এর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে।

সোমবারের ব্রিফিংয়ের আগে দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। এতে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইসহ নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতেই তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ