বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:১২, ৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র সঙ্গে সম্পর্ক এখনো ইতিবাচক ও ভবিষ্যৎমুখী: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র সঙ্গে সম্পর্ক এখনো ইতিবাচক ও ভবিষ্যৎমুখী: নরেন্দ্র মোদি
ছবি: বিবিসি

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো ইতিবাচক ও ভবিষ্যৎমুখী বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৬ সেপ্টেম্বর) যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে এমন তথ্য জানান নরেন্দ্র মোদি

মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মন্তব্য ও আবেগ তিনি কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছেন এবং তার জবাবে একই আন্তরিকতা প্রকাশ করেন।

এই মুহূর্তে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা টানাপোড়নের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে মস্কোকে ইউক্রেনের ওপর হামলায় পরোক্ষভাবে সহায়তা করছে।

এদিকে, দীর্ঘ সাত বছর পর মোদির চীন সফর এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগদানের ফলে দুই এশীয় দেশের সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির চীন সফর ও পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বাইরে রাখায় ট্রাম্প কিছুটা বিরক্ত। কারণ, কূটনৈতিক চাল হিসেবে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে "নোবেল পুরস্কার” পাওয়ার চেষ্টায় আছেন তিনি। কিন্তু ইতোমধ্যে ভারত সরাসরি কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে।