‘প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচিতির কারণে শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে’

যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচিতির কারণে বাংলাদেশ শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই তথ্য প্রকাশ করেন।
শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতি শুল্ক ছাড়পত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুল্ক ২০ শতাংশ কমানোর বিষয়ে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম।’
তিনি আরও জানান, ভবিষ্যতে শুল্ক আরও হ্রাস করার চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং রপ্তানি বাড়বে। আলোচনায় অন্যান্য আন্তর্জাতিক বাজারে সম্ভাব্য প্রভাবও বিবেচনায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।