সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করেন: মোদিকে কেজরিওয়াল

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই বিরোধীরা মোদি সরকারের সমালোচনায় মুখর। এই প্রেক্ষাপটে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রবিবার রাজকোটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাহস থাকলে মোদি যেন মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করেন। খবর পিটিআই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর জরুরি শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থা কাটাতে দিল্লি ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে, গত মে মাসে ভারত নিয়োগ দেওয়া ফার্মটির নাম এসএইচডব্লিউ পার্টনার্স। এক বছরের জন্য এই চুক্তির আওতায় দিল্লি ফার্মটিকে ১৮ লাখ ডলার পরিশোধ করেছে।
লবিস্ট জেসন মিলার সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ওয়াশিংটনে দারুণ একটি সপ্তাহ কাটালেন এবং ট্রাম্পকে কর্মরত অবস্থায় দেখার সুযোগ পেয়েছেন। পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ছবিও শেয়ার করেন, যার একটি ছিল ট্রাম্পের সঙ্গে।
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস ২১ মে মিলারের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে, যাতে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করেন। নয়াদিল্লি আশা করছে, শুল্ক দ্বিগুণ হওয়ার পর সৃষ্ট সম্পর্কের সংকট নিরসনে ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে মিলারের ভূমিকা কাজে আসবে।
এদিকে রয়টার্স জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়েও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রুশ মিসাইল হামলায় ইউক্রেনের সরকারি সচিবালয় ধ্বংস হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আসছে। পাশাপাশি শোনা যাচ্ছে নতুন শুল্কের হুঁশিয়ারিও। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প সংক্ষেপে বলেছেন, ‘হ্যাঁ, করব।’
কেজরিওয়ালের অভিযোগ, মার্কিন তুলার ওপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সময় তিনি ট্রাম্পকে ‘ভীরু ও কাপুরুষ’ বলে উল্লেখ করে মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া।