পুতিনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, রাশিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে চটেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে দায়ী করে তিনি রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘পুতিন সবসময় খুব ভদ্র ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত তা নিরর্থক। তিনি আমাদের ওপর অনেক বাজে চাপ দিচ্ছেন। ইউক্রেনে মানুষ মরে যাচ্ছে, তার সৈন্যরাও, ইউক্রেনীয় সৈন্যরাও।’
রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি, তবে বিস্তারিত এখন বলব না। একটু চমক থাকা ভালো, তাই না?’
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারবেন। কিন্তু বাস্তবে পুতিনের সঙ্গে একাধিকবার ফোনালাপ সত্ত্বেও এখনো সেই সংঘাত থামেনি।
অন্যদিকে, একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, ‘ইউরোপ কখনো ইউক্রেনকে ছেড়ে যাবে না।’ তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সকে একসঙ্গে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিকে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, অস্ত্রের মজুত সংকটের কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সাময়িকভাবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ স্থগিত রেখেছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সক্ষমতার একটি সামগ্রিক পর্যালোচনা চলছে।
এ অবস্থায় মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন থেকে আলোচনার প্রস্তাবের অপেক্ষায় আছে মস্কো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যখন তারিখ নির্ধারিত হবে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অবস্থান আরও কড়া হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে।