নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ!
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের দলীয় প্রতীকও স্থগিত থাকবে। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো যাবে কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ, স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিবন্ধিত হলেও দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না দলটি। আওয়ামী লীগের নাম উল্লেখ না করলেও এই ইঙ্গিতের মাধ্যমে ইসির অবস্থান পরিষ্কার করেছেন সানাউল্লাহ।