বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৪৩, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:০২, ১ অক্টোবর ২০২৫

আ.লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কোন সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

আ.লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কোন সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেয়া হবে, এমন কোনো সম্ভাবনা নেই। আজ (বুধবার, ১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী অস্থায়ী, এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে, এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।’

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পাহাড়কে যারা অশান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

আজ দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে অধ্যাপক আসিফ নজরুল নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

সদ্য সংবাদ/এসএইচ