প্রেসিডেন্টসহ ৮১ ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ৮০ জনের বেশি ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। এর ফলে তারা আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপের জন্য ফিলিস্তিনি কর্মকর্তাদের দায়ী করে মন্তব্য করেছেন, তারা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং একতরফাভাবে একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি চাচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর আগে জানিয়েছিলেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবে আব্বাস রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠকে অংশ নেবেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা পরবর্তীতে জানিয়েছেন, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন অথরিটির সদস্য হওয়ায় আব্বাস এবং প্রায় ৮০ জন ফিলিস্তিনি ভিসা বাতিল ও প্রত্যাখ্যানের ফলে ক্ষতিগ্রস্ত হবেন।
রুবিও উল্লেখ করেছেন, নিউইয়র্কে অবস্থানরত ফিলিস্তিনি প্রতিনিধিরা জাতিসংঘের সদর দপ্তর চুক্তি অনুযায়ী বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন।