মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (আইসিটি আইন) সংশোধন করেছে। নতুন এই সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং সরকারি চাকরির জন্য আবেদন করারও সুযোগ হারাবেন।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সংশোধনী অনুমোদন করা হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
তিনি বলেন, অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩–এ নতুন ধারা ২০ (সি) সংযোজন করা হয়েছে। এর আওতায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ওই আইনের সেকশন ৯ (১) অনুযায়ী অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা পদে বহাল থাকার যোগ্যতা হারাবেন। একইভাবে স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের কমিশনার, চেয়ারম্যান, মেয়র কিংবা প্রশাসকের পদেও প্রার্থী হতে বা বহাল থাকতে পারবেন না। এছাড়া প্রজাতন্ত্রের চাকরি কিংবা অন্য কোনো সরকারি পদেও নিয়োগের জন্য তিনি অযোগ্য বলে গণ্য হবেন।