দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টাকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের আহ্বান এবি পার্টির

সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ এবং বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছে এবি পার্টি।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সাক্ষাৎকালে এবি পার্টির চেয়ারম্যান বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ফেনী জেলার সদর, পরশুরাম, ফুলগাজী ও সোনাগাজী উপজেলার পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, ‘গত বছরের বন্যার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গাফিলতির কারণে এবারও একই ধরনের দুর্ভোগের শিকার হতে হয়েছে মানুষকে।’ তিনি মুছাপুর ক্লোজার ও বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণে সরকারের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানান এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় বিদ্যমান বাধা ও অনিয়ম দূর করতে তদন্তের দাবি তোলেন।
এছাড়া ২০২৪ সালের বন্যার পর ঘোষিত সরকারের অর্থ বরাদ্দ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, উপজেলাগুলোতে প্রয়োজনীয় ত্রাণ মজুদ রয়েছে এবং উদ্ধার কার্যক্রমে কোনো ঘাটতি নেই। তিনি বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘বৃষ্টি কমলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করে দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।’