বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

বন্যা

বন্যা

পাকিস্তানে কলেরা ও সংক্রামক রোগ সতর্কতা জারি

পাকিস্তানে কলেরা ও সংক্রামক রোগ সতর্কতা জারি

পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বন্যায় দেশজুড়ে  কলেরাসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, এ অবস্থায় জরুরি পদক্ষেপ না নিলে ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। খবর আল জাজিরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুন মাসের শেষের দিক থেকে ভারি বর্ষণ, বন্যা এবং ভূমিধসের কারণে ৬০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, সাড়ে ১২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং সাড়ে ৬ হাজার গবাদিপশু হারিয়ে গেছে। এছাড়া দেশটির বিস্তীর্ণ অংশে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।