শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ২০ জুলাই ২০২৫

তিস্তার পানি বাড়ছে, আতঙ্কে ৮৯ চরবাসী

তিস্তার পানি বাড়ছে, আতঙ্কে ৮৯ চরবাসী
ছবি: সংগৃহীত

ভারতের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিস্তার তীরে অবস্থিত ৮৯টি চরের মানুষজনের মাঝে। ইতোমধ্যে অনেক নিচু এলাকার ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে।

রোববার (২০ জুলাই) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধির হার দেখে যে কোনো সময় তা বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

তিস্তা নদী এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, ‘আমরা নদীপাড়ের মানুষ সব সময় আতঙ্কে থাকি। বন্যা, খরা, নদীভাঙনের সঙ্গে লড়াই করেই জীবন কাটে। ভারতের উজানে গজলডোবা নামের যে গেট রয়েছে, সেটা পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণ করে। খরার সময় তারা গেট বন্ধ রাখে, বর্ষা এলে আবার হঠাৎ করে পানি ছেড়ে আমাদের ভাসিয়ে দেয়। কারণ বৃষ্টি নয়, ভারতের পানি ছেড়ে দেওয়াই আমাদের বন্যার মূল কারণ।’

তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, উজানের ঢলের কারণে ভোর থেকেই পানি বাড়তে শুরু করেছে। সকাল ৬টায় পানির উচ্চতা বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে পানি নিয়ন্ত্রণে রাখার জন্য।

তিস্তা ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘পানি বাড়ছে, তবে এখনও বিপদসীমার নিচে রয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি।’