শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
|২৩ শ্রাবণ ১৪৩২
ভারতের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিস্তার তীরে অবস্থিত ৮৯টি চরের মানুষজনের মাঝে। ইতোমধ্যে অনেক নিচু এলাকার ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে।
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন- পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকেই নদীর পানি বাড়ছে এবং শুক্রবার সকাল ৬টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ৮৯টি চরের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Resource Integration Centre