বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৩ আগস্ট ২০২৫

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢাল ও কয়েকদিনের টানা ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ বুধবার (১৩ আগস্ট) দেশের সব থেকে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল। তবে সকাল ৬টায় এ পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।  ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার কিন্তু এখন রয়েছে ৫২ দশমিক ২২ মিটার ।

ডালিয়া ডিভিশনের পানি শাখার উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, তিস্তার পানির বাড়ার কারণ হচ্ছে উজানের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢাল। ইতোমধ্যেই নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো তলিয়ে গেছে।ধারণা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়তে পারে। বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই, গয়াবাড়ী ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ ভাটি এলাকা রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা এবং লালমনিরহাট এবং কুড়িগ্রামের নদীপারের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। 

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি বাড়তে থাকায়, বুধবার ৬টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ