ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির
চাঁদাবাজি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২২ জুলাই) রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আমাদের কেউ চাঁদাবাজি বা ঘুষ নেবে না এবং কাউকে নিতেও দেব না। যদি কেউ ঘুষের জন্য হাত বাড়ায়, তার হাত অবশ করে দেওয়া হবে।’