শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১২ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ১১:১৪, ২২ আগস্ট ২০২৫

মাওলানা ভাসানী সেতু

৯২৫ কোটি টাকার সেতু উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি

৯২৫ কোটি টাকার সেতু উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি
ছবি: সংগৃহীত

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো তিস্তা দ্বিতীয় সেতু উদ্বোধনের একদিন না পেরোতেই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। ফলে সন্ধ্যার পর থেকেই সেতুর ওই অংশ অন্ধকারে ঢেকে যাচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতুর বাতি জ্বালানোর চেষ্টা করলে ক্যাবল চুরির বিষয়টি ধরা পড়ে। এর আগে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন।

স্থানীয় সূত্র জানায়, হরিপুর পয়েন্ট থেকে সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় দেখা যায় বাতিগুলো কাজ করছে না। পরে অনুসন্ধানে জানা যায়, সংযোগের তার কেটে নিয়ে গেছে চোরচক্র। রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক ক্যাবল চুরি হওয়ায় আলো জ্বালানো সম্ভব হয়নি, ফলে সেতুটি এখনও অন্ধকারে রয়েছে।

উদ্বোধনের পরদিনই এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘সামান্য ক্যাবলের লোভ সামলাতে পারলাম না কিংবা কিছুদিন পর হয়তো ব্রিজ ভেঙে রডও নিয়ে যাবে!’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এ সেতুর নামকরণ করা হয়েছে ‘মাওলানা ভাসানী সেতু’। প্রায় ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির প্রস্থ ৯ দশমিক ৬ মিটার, এতে রয়েছে দুটি লেন ও মোট ৩১টি স্প্যান। সেতুর জন্য সংযোগ সড়ক ও নদী শাসন কাজে প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।