নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৪২ জন
নেপালে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে দেশজুড়ে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ বেশ কিছু নদীর জন্য বন্যার সতর্কতা জারি করেছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত জানান, ‘এখন পর্যন্ত বর্ষণজনিত দুর্যোগে ৪২ জন নিহত এবং পাঁচজন নিখোঁজ।’ এদের মধ্যে সর্বাধিক ৩৭ জন নিহত হয়েছেন পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় ভূমিধসে।
স্থানীয় কর্মকর্তা সুনীতা নেপাল বলেন, ‘রাতভর ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে। রাস্তা বন্ধ থাকায় অনেক এলাকায় পৌঁছানো কঠিন। উদ্ধারকর্মীরা হেঁটে গিয়ে তৎপরতা চালাচ্ছেন।’
রাজধানী কাঠমাণ্ডুর নদীগুলো ফুলে ওঠায় তীরবর্তী গ্রাম ও বসতিগুলো প্লাবিত হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার ও মোটরবোট মোতায়েন করেছে। এছাড়া ভূমিধসের কারণে কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, ফলে শত শত যাত্রী, বিশেষ করে হিন্দু উৎসব দশাইন উদযাপন শেষে ফেরত আসা মানুষরা, আটকে পড়েছেন।
প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা মৌসুমি বৃষ্টি দক্ষিণ এশিয়ায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই মৌসুমের বৃষ্টিপাতের সময়সূচি, ঘনত্ব ও তীব্রতা আরও খারাপ করছে, ফলে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সংখ্যা ক্রমবর্ধমান হচ্ছে।



























