নোয়াখালীতে ৬৭০ বস্তা সরকারি সার জব্দ
নোয়াখালীর হাতিয়া ও রামগতি উপজেলায় যৌথ অভিযানে ৬৭০ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়া, সুবর্ণচর ও রামগতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সার জব্দ করে হয়। রামগতি ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী তেগাছিয়া বাজার এলাকা থেকে একটি ট্রাকে ৩৭০ বস্তা এবং হাতিয়ার টাংকির ঘাট এলাকা থেকে আরও একটি ট্রাকে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।