ফেনী ও কুমিল্লায় বড় বন্যার শঙ্কা

ফেনী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির বড় ধরনের অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (৮ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে সতর্ক করেন।
এর আগে সকাল থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির কারণে ফেনী এবং কুমিল্লার দক্ষিণ অংশের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। গবেষকের মতে, বুধবার সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল স্থানীয় নদ-নদীতে প্রবাহিত হতে শুরু করলে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পরিচালিত আগরতলা রাডারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা ৪২ মিনিটে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং ত্রিপুরা রাজ্যের উপর ফের বৃষ্টিপাত শুরু হয়। এ অঞ্চলে রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।