নোবিপ্রবির ৩ শিক্ষার্থীর ওপর হামলায় মামলা, ক্লাস-পরীক্ষা বর্জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীর ওপর চৌমুহনীতে অতর্কিত হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাতে বেগমগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী শিক্ষার্থী অনিমেষ দেবনাথ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলাটি করেন। আহত অপর দুই শিক্ষার্থী হলেন সৌমেন বড়ুয়া ও কাজী সাওদাজ জামান। তারা সবাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বিকেল সাড়ে ৩টায় চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
ভুক্তভোগীরা জানান, চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে চৌমুহনীতে একদল দুর্বৃত্ত বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে বেধড়ক মারধর করে। হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, ‘সিনিয়রদের ডাকলে তোমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না।’
শিক্ষার্থীরা বলছেন, বারবার প্রশাসনের আশ্বাস সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত হয়নি। মেহেদী হাসান নামে একজন বলেন, ‘নিরাপত্তাহীনতায় আমরা ক্লাস-পরীক্ষা বর্জনে বাধ্য হয়েছি।’ শিক্ষার্থী আল মাহমুদ বলেন, ‘সিনিয়রদের ডাকলে লাশ খুঁজে পাওয়া যাবে না এমন হুমকি অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে।’
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, ‘আমরা মাহবুবকে হারিয়েছি, এখন আর কোনো শিক্ষার্থীকে হারাতে চাই না। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’