বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে ৬৭০ বস্তা সরকারি সার জব্দ

নোয়াখালীতে ৬৭০ বস্তা সরকারি সার জব্দ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া ও রামগতি উপজেলায় যৌথ অভিযানে ৬৭০ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে  হাতিয়া,  সুবর্ণচর ও  রামগতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সার জব্দ করে হয়।

জানা গিয়েছে, রামগতি ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী তেগাছিয়া বাজার এলাকা থেকে একটি ট্রাকে ৩৭০ বস্তা এবং হাতিয়ার টাংকির ঘাট এলাকা থেকে আরও একটি ট্রাকে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

এ অভিযানে হাতিয়া, রামগতি ও সুবর্ণচর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর একটি দল এবং হাতিয়া উপজেলার পুলিশ সদস্যরা অংশ নেন।

জব্দ করা ৩৭০ বস্তা সার সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাকি ৩০০ বস্তা সার হাতিয়া উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। সার পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করে চরজব্বর থানা হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, 'প্রশাসনের সহযোগিতায় এই সার পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সর্বশেষ