শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ৯ জুলাই ২০২৫

নোয়াখালীতে ১৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ

নোয়াখালীতে ১৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ
ছবি: বাসস

অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় নোয়াখালী জেলায় এক হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব জানান, আগামী শনিবার (১২ জুলাই) পর্যন্ত জেলার ১,২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্কুলের মালামাল রক্ষায় শিক্ষকরা উপস্থিত থাকবেন। পরিস্থিতির উন্নতি না হলে এই বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জেলার পাঁচ শতাধিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার চলমান পরীক্ষা বৃহস্পতিবার থেকে স্থগিত করা হয়েছে।

এদিকে, জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টানা বৃষ্টিতে নোয়াখালী সদর, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি, রাস্তা এবং বীজতলা পানিতে ডুবে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীভাঙন ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের মানুষ।

কোম্পানীগঞ্জের ইউএনও তানভীর ফরহাদ শামিম জানান, স্থানীয় কিছু প্রভাবশালীর তৈরি বাঁধের কারণে মুছাপুর দায়ীয়ের খাল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এতে বীজতলা নষ্ট হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে ওই বাঁধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতি চলমান রয়েছে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে, বিশুদ্ধ পানির জন্য মোবাইল প্ল্যান্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। সাপে কাটা ও ডায়রিয়াসহ জরুরি চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে কিছু বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ তৎপরতা সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।