কলেজে ভর্তির আবেদন করেনি লাখের বেশি শিক্ষার্থী
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কারিগরিতে উত্তীর্ণ এক লাখের শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলেও এবারে আবেদন করতে পারেনি ১ লাখের বেশি শিক্ষার্থী। চলতি বছরে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন। তবে একাদশে ভর্তিতে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত কলেজ ও মাদরাসায় ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আজ প্রকাশ করা হবে।