জুলাই অভ্যুত্থানের অংশীদাররা একে অপরকে হেয় করা বন্ধ করুন: এবি পার্টি
বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল, সংগঠক ও কর্মীদের পরস্পরের প্রতি হেয় করে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছে এবি পার্টি। দেশের ও গণতন্ত্রের স্বার্থে যারা জাতীয় ঐক্যের ভিত্তিতে অকাতরে রক্ত ও জীবন দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানাতে হলে একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ থেকে বিরত থাকতে হবে বলে দলটির নেতারা মনে করেন।