বদরুদ্দীন উমরের মৃত্যুতে এবি পার্টি’র শোক

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, গবেষক ও ইতিহাসবিদ জনাব বদরুদ্দীন উমর আজ সকাল ১০ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ রোববার এক বিবৃতিতে দলটির পক্ষ এ শোকবার্তা জানানো হয়।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের রাজনীতির এক খোলা ইতিহাস। তিনি দেশের গণমানুষের মুক্তি ও আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।
একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।
নেতৃবৃন্দ লেখক ও গবেষক হিসেবে বদরুদ্দীন উমরের ভূমিকা সম্মানের সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশের ইতিহাস নির্মোহ ভাবে তুলে ধরেছেন যা আমাদের সামনে একটি ঐতিহাসিক দলিল আকারে রয়েছে।
বিশেষ করে ২০২৪ এর ৭ জুলাই তাঁর সম্পাদিত সংস্কৃতি পত্রিকায় তিনি লিখেছিলেন, ‘আওয়ামীলীগকে মেরে তাড়াতে হবে’ যা ২৪ এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নেতৃবৃন্দ বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, তাঁর পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।