বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয়: এবি পার্টির চেয়ারম্যান

ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয়: এবি পার্টির চেয়ারম্যান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার ফেনীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত পূজারি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচনী রাজনীতি করতে পারলে ধর্মীয় বিভেদ কমে যাবে। 

ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ফেনীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মণ্ডপ পরিদর্শনে গিয়ে পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এবি পার্টির অধিকার ভিত্তিক রাজনীতি সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াস বলে তিনি জানান। কোন ধর্মই হিংসা, লুটতরাজ ও বিভেদকে সমর্থন করেনা উল্লেখ করে তিনি বলেন, পরের সম্পদ হরণকারী মুসলমান ও হিন্দুর মধ‍্যে পার্থক‍্য কি? উভয়েই দোজখ বা নরকে যাবে। তিনি সনাতন ধর্মের তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলেন, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে এ পুজা আয়োজন ও উৎসব ব‍্যর্থতায় পর্যবসিত হবে। 

তিনি কুমিরা শ্রী শ্রী কালি মন্দির, উত্তর খানে বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির,দক্ষিন রুহিতিয়া জয় কালীবাড়ী দুর্গা মন্দির, বাশপাডা দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ী কালী মন্দির, গুরুচক্র মন্দির,বারাহীপুর মজুমদার বাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ