বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৪৪, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৪৬, ১ অক্টোবর ২০২৫

ব্যক্তির অপরাধ কোনো সম্প্রদায়ের ওপর চাপানো যাবে না: ফুয়াদ

ব্যক্তির অপরাধ কোনো সম্প্রদায়ের ওপর চাপানো যাবে না: ফুয়াদ

বরিশাল-৩ আসনের বাবুগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১ অক্টোবর) এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্মীয় সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করেন। সাম্যের সমাজ গড়তে হলে ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সবাইকে আগে বাংলাদেশী হতে হবে। কারও ব্যক্তিগত অপরাধ কোনো সম্প্রদায়ের ওপর চাপানো যাবে না। সকল নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, হিন্দু ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় পাশে থেকে লড়াই করবেন। এসময় তিনি স্থানীয় মন্দির, শ্মশানসহ বিভিন্ন সমস্যার কথাও শোনেন।

একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির প্রার্থী হিসেবে বাবুগঞ্জের গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ চালান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এসময় তিনি বাবুগঞ্জের পশ্চিমপাংশা, দারোগারহাট, গোয়ালবাতান, রাজার বাড়ি, ধোপাবাড়ি রহমতপুর, হাট খোলা বাজার, রহমতপুর বাজার এবং খালপাড় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

গণসংযোগে তার সঙ্গে ছিলেন বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।