নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিল্লির সিগনেচার ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ইয়ামুনা নদী থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ বছর বয়সী স্নেহা ত্রিপুরার বাসিন্দা ছিলেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, গত ৭ জুলাই স্নেহা একটি ট্যাক্সিক্যাবে করে সিগনেচার ব্রিজে যান এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন এবং সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, স্নেহা একটি চিরকুট রেখে গিয়েছিলেন, যাতে আত্মহত্যার ইঙ্গিত রয়েছে। চিরকুটে তিনি পড়াশোনার কারণে নয়, বরং পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে মানসিক চাপের কথা উল্লেখ করেছেন।
ঘটনার সময় ট্যাক্সিচালক তাকে ব্রিজে নামিয়ে দেন বলে স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্নেহাকে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এরপর তিনি হঠাৎ উধাও হয়ে যান।
নিগম বোধ ঘাট থেকে নয়ডা পর্যন্ত বিস্তৃত এলাকায় ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স ও পুলিশ ইউনিটের তল্লাশি সত্ত্বেও তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি।
স্নেহা তার এক বন্ধুকে পাঠানো মেসেজ ও ইমেইলে জানিয়েছিলেন যে, তিনি কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার পরিবার ও বন্ধুরা সিগনেচার ব্রিজের সিসিটিভি ক্যামেরাগুলো কাজ না করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।