ব্রিকস নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি

ব্রিকস জোটের ‘আমেরিকাবিরোধী নীতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ ধরনের নীতিতে অংশ নেওয়া যে কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে।
সোমবার (৭জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প লেখেন, ‘যে কোনো দেশ যদি ব্রিকসের আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যুক্ত হয়, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ!’
তবে কোন নীতিকে তিনি ‘আমেরিকাবিরোধী’ হিসেবে আখ্যা দিচ্ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, ব্রিকস সম্প্রসারণ, তেল ও মুদ্রাবাজারে বিকল্প পথ খোঁজা এবং আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন প্রভাব কমানোর প্রয়াসই কি তার প্রতিক্রিয়ার পেছনের কারণ তা নিয়ে চলছে জোর আলোচনা।
ব্রিকস জোট গঠিত হয় ২০০৯ সালে, যার প্রাথমিক সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এতে যুক্ত হয়। পরে ২০২৩ সালে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নতুন সদস্য হিসেবে যোগ দেয়। এই সম্প্রসারণ আন্তর্জাতিক অর্থনীতিতে একটি বিকল্প শক্তি গঠনের পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ব্রিকসের কিছু নীতি ওয়াশিংটনের অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। ট্রাম্পের মন্তব্য সেই উদ্বেগেরই প্রকাশ, যা আগামী দিনে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।