বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ১২ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক আদালতের রায় ভারতের বিপক্ষে, স্বাগত জানাল পাকিস্তান

আন্তর্জাতিক আদালতের রায় ভারতের বিপক্ষে, স্বাগত জানাল পাকিস্তান
ছবি: ইন্টারনেট

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত (পিসিএ) ভারতকে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। গত ৮ আগস্ট ঘোষিত এই রায়ে আদালত আরও জানায়, চুক্তির মূল নথির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো স্থাপনা যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ সিন্ধু বা এর সঙ্গে সম্পর্কিত নদীতে নির্মাণ করা যাবে না।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করে। ঘটনার পর ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। যার ফলে পাকিস্তানের সিন্ধু, চেনাব ও ঝিলাম নদীর পানি প্রবাহ কমে গিয়ে কৃষি উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়ে।

আন্তর্জাতিক সালিশ আদালতে পাকিস্তান এ বিষয়ে মামলা করে। আদালত রায়ে জানায়, ভারতকে চুক্তির শর্ত অনুযায়ী সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় তিন নদীতে পানির প্রবাহ বাধামুক্ত রাখতে হবে। পাশাপাশি, সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণের ক্ষেত্রেও চুক্তির শর্ত কঠোরভাবে মানতে হবে।

ভারত এ রায় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে পাকিস্তান একে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের রায় সিন্ধু নদের প্রবাহ অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে এবং বাঁধ নির্মাণের ক্ষেত্রে চুক্তির শর্ত স্মরণে রাখার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এ চুক্তি হয়। এর মাধ্যমে পূর্বাঞ্চলের ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি পায় ভারত, আর পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর অধিকাংশ পানি ব্যবহারের অধিকার দেওয়া হয় পাকিস্তানকে। চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিলের সুযোগ নেই, বরং বিরোধ নিষ্পত্তির সুনির্দিষ্ট প্রক্রিয়া উল্লেখ রয়েছে। পাকিস্তানের কৃষি ও সেচব্যবস্থা মূলত এই তিন নদীর নিশ্চিত প্রবাহের ওপর নির্ভরশীল।
 

সর্বশেষ